[ইংরেজি বছরের শেষ দিন ডিসেম্বর ৩১, ২০১৭ তারিখে বছরের শেষ কবিতা]


ডায়েরির শেষ পৃষ্ঠায়
কিছুই লেখা হয় না ;
লিখতে চাই, লিখতে পারি না
লেখার আহামরি কিছুই থাকে না ।


ডায়েরির শুন্য পৃষ্ঠা তাকিয়ে দেখি
মনের অজান্তে কত কিছুই না ভাবি;
শুন্যতায় ভরা বছরের দিনগুলো
হিসেব মেলে না, কেমন করে পার হোল।


সারা বছর ভাল মন্দ সব থাকে ভরপুর
আনন্দের দিনগুলো দ্রুতই উড়ে যায়, যেন কর্পূর;
কষ্টের দিনগুলো মনে পড়ে বার বার
প্রার্থনা করি, আগামী বছর যেন না আসে আবার ।


বছরব্যাপী চেষ্টা করি সফলতা ছুঁয়ে দিতে
সবকিছু থাকে না আমার হাতে;
বিফলতার কারন খুজি বার বার
সক্ষমতা থাকে না, সব প্রতিবন্ধকতা ঠেকাবার ।


ছোট ছোট অর্জন উদযাপন করি
বৃহৎ অর্জনের অপেক্ষায় মুষড়ে পরি;
নুতন বছরের স্বপ্ন আঁকি মনে
যদিও আশংকায় কেঁপে উঠি ক্ষণে ক্ষণে।


সারা বছর তাকে অনুভবে রাখি মনে
দুঃসময় পাড়ি দেই, সাথেই আছে মন তা জানে;
তার ছোঁয়ায়ই সজীব থাকি
এক সাথে আছি, বছরের শ্রেষ্ঠ পাওনা, সেটাই কেবল মনে রাখি।


ডিসেম্বর ৩১, ২০১৭
কক্সবাজার