আলোচনা ০৭


মানব জীবনের চরম সত্য এবং মৌলিক সূত্রকে উপস্থাপন করেছেন কবি যাদব চৌধুরী তার ‘আলো আঁধার’ কাব্যে।  মানব জীবনের নানা রূপের উৎসব আমারা দেখি, নানা আয়োজনে তার প্রকাশও দেখি কিন্তু ৫ টি মৌলিক সূত্র নিয়েই কবিতা-


• জন্মালে হবে মরন যাত্রা
• হাসি এবং কান্না’র সমান্ত্রারাল মাত্রা
• প্রকাশ এবং অপ্রকাশ এর সম্মিলনেই জীবনের জয়যাত্রা
• আলো এবং আধারের সহবাস
• আধারে উৎপত্তি, আধারেই তার বিনাশ, মাঝে থাকে কিছু আলোর আশ্বাস


মাত্র ৩, ৪ এবং ৫ লাইনের মধ্যে অনেকগুলো সত্যের উপস্থাপন, বিশ্লেষণ করলে একটি গল্প কিংবা উপন্যাস হতে পারে।জীবনের নানা রঙে যখন আমারা ডুবে থাকি তখন ভুলে যাই মরণ যাত্রার কথা, তাই কবি স্মরণ করিয়ে দেন ‘আঁধারেই তার শয়ন’, আধারকে নানাভাবে আমারা ঘৃণা করতে শিখি, আলোর বন্যায় ভেসে যেতে চাই কিন্তু আধারেই জীবনের সুত্রপাত আবার আধারেই বিনাশ, শুধুমাত্র এই একটি মাত্র সত্য মনে গেথে রাখলে,  আমাদের জীবন পরিচালনায় নানাবিধ সহায়ক হতে পারে।


জীবনের হাসি- কান্না প্রকৃতির এক অশেষ দান, শুধু হাসি কিংবা সুখে যেমন  দুঃখ বিলাসী হয়ে বেঁচে থাকতে হয় তেমনি শুধু কান্না কিংবা দুঃখে জীবনের অমোঘ পরিনতি ডেকে আনে। জীবনের ভর সামাল দেয়ার জন্য হাসি-কান্না দুটোর প্রয়োজন অনস্বীকার্য।  তাই কবি লিখেছেন-  কিছু হাসি কি মায়া, বলেছে যতটা অধিক তার গোপন !
এত অল্প শব্দে, অল্প কথায়,  এত গভীর ভাবনায় পাঠককে নিয়োজিত রাখার অনবদ্য এক কৌশল হল কবিতা, সেখানে কবি যাদব চৌধুরী খুব সফল্ভাবেই তা সম্পন্ন করেছেন।
অনেক শুভেচ্ছা থাকলো, ভাল থাকবেন সব সময়।