আলোচনা ৬২


কবিতার বিষয়বস্তু নুতন কোন বিষয় নয়, যুগে যুগে নানাজন নানাভাবে তা ব্যাখা করেছেন।  পাছে লোকে কিছু বলে, পজেটিভ ভাবনা... এ রকম অনেক কবিতাও পেয়েছি।  কিন্তু কবিতাটি আমার মনোযোগ আকর্ষণ করার মূল কারন হল ‘স্টেপ বাই স্টেপ’, ব্যাখা করার প্রবনতা। সাধারণত কবিতার ভাষা একটু দুর্বোধ্য এবং রূপকের ব্যবহারের কারনে গ্রহণযোগ্যতা পায় বেশী  কিন্তু আমার কবিতা ভাল লাগে ভিন্ন কারনে।


শুরুটা হয়েছে, সার্বজনীন একটি সমস্যাকে দিয়ে, আমি আমারা প্রায় সকলেই, 'লোকে কি বলবে' এই ভাবনায় তাড়িত হয়ে নিজের সর্বনাশের সুচনা করি। তার পরপরই ‘অন্যের সমালচনা’কে ভয় পেয়ে কোন কাজ কিংবা কোন উদ্যোগ থেকে নিজেকে গুটিয়ে ফেলি, দ্বিতীয়বার নিজের সর্বনাশের যাত্রাপথ তৈরি করি।  তৃতীয় ধাপে, অন্যের ভাল লাগা, মন্দ লাগাকে প্রাধান্য দিয়ে, নিজের অনিচ্ছা অনিচ্ছার মৃত্যুর পথ সুগম করি। কবি মুলত তিনটি ধাপ কেই সাফল্যের বাধা হিসেবে বয়ান করেছেন। নুতন কোন বিষয় নয় কিন্তু ভাবনার জগতে আরেকবার আঘাত করেছেন খুব সুনিপুন ভাবে।


শেষ করছেন খুব চমৎকার ভাবনা দ্বারা, মানুষ সাধারণত একে অপরের কাজের সমালোচনা করে ‘ হিংসা কিংবা ঘৃণায়’, দুটোই প্রতিদ্বন্দ্বিতার দুটো ভিন্ন দিক। কবির জন্য রইলো  অশেষ শুভেচ্ছা।