আমি চোখ দিয়ে
তোমায় দেখি না;
দৃষ্টি দিয়ে দেখি, অনুভবে রাখি
প্রতিনিয়তই তোমার অপেক্ষায় থাকি ।


আমি চোখ দিয়ে পৃথিবী দেখি
তোমায় দেখি না ;
চোখ দিয়ে অফিস করি, প্রাত্যহিক কাজ করি
দৃষ্টি দিয়ে তোমায় আগলে রাখি ।


স্বর্গ খুব দূরে নয়
এই শহরেই থাকে, মানুষের কাছেই থাকে;
চোখের আলোয় স্বর্গ দেখি না
দৃষ্টিতে স্বর্গ থেকে, দূরেও থাকি না ।


চোখ দিয়ে, আলো অন্ধকারের পার্থক্য বুঝি
দৃষ্টিতে পার্থক্য নেই, অন্ধকারেও তোমাকে খুঁজি;
চোখের আলোয় যা দেখি না
দৃষ্টির আলোয় তা হারিয়ে ফেলি না ।


দেয়ালের ওপাশে তোমায়, চোখে দেখি না
দৃষ্টির আকাঙ্ক্ষায় সমর্পিত আমি, হেরে যাই না;
মৃত্যুর মঞ্চে দাঁড়িয়ে তোমায় দেখা হবে না
ওপারে গিয়েও দৃষ্টি সীমায়, তোমায় হারাবো না ।


এপ্রিল ০৭, ২০১৮
কক্সবাজার