এক জীবনে-
কতটা ভুল করেও টিকে থাকা যায়?
কতটা ভুলের পরেও ঘুরে দাঁড়ানো যায়?
কতটা ভুল মেনে নেয়া যায়?
কতটা ভুল শোধরানোর সুযোগ পাওয়া যায় ?


ভুলের কারনে-
কতটা বিচ্ছিন্নতা তৈরি হয়?
কতটা একাকীত্ব মেনে নেয়া যায়?
কতটা দহনে পোড়া হৃদয় ছাই হয়?
কতটা অশান্ত থাকে মন?


ফিরে আসা-
কতটা ফিরে যাবার সুযোগ থাকে?
কতটা নুতন করে শুরু করা বাকি থাকে?
কতটাই বা মনের শক্তি থাকে?
কতটাই বা যৌবনের উন্মাদনা থাকে?


হিসেব মেলে না-
কতটা হিসেব কষলে ভুলগুলো আর হবে না?
কতটা সচেতন হলে জীবনটা মিথ্যে হবে না?
কতটা সময় গেলে ভুলগুলো আর শোধরানো যাবে না ?
এসবের উত্তর কেউ জানে না, আমিও জানি না ।


ডিসেম্বর ৩১, ২০১৭
কক্সবাজার