কেউ অপরাধ করে, কেউ শিকার হয়
নামের আগে উদ্বাস্তু তকমা লেগে রয়;
সাহায্যের জন্য দ্বারে দ্বারে ঘোরা
আজ বেঁচে আছি, কাল হয়তোবা মরা।


গতকাল ছিল মর্যাদা, ছিল নিজের দেশ
আজ সবাই ব্যঙ্গ করে বলে, উদ্বাস্তুরা আছে বেশ;
সাহায্যের বিনিময়ে আত্মসম্মান বিক্রি, নিজেকে হারাই
নিজ চোখে দেখি সভ্য পৃথিবীর অভ্যতার বড়াই।


মানবিকতার আড়ালে পুরস্কার অর্জন
সাহায্যের নামে ঘোরে গাড়ি ডজন ডজন;
কিছু বেকার বিদেশীদের পুনর্বাসন
রাজনৈতিক ফায়দায় রোহিঙ্গাদের মর্যাদা লুণ্ঠন।


প্রতিদিন সাহায্য নিয়েই বেঁচে থাকি
রোহিঙ্গা ক্যাম্পে  অমানবিকতার চিনহ দেখি;
লোকাল কমিউনিটির ধান্দাবাজি বুঝি
কিছুই বলার থাকে না, কপালটাকেই খুজি।


আমি উদবাস্তু রোহিঙ্গা হতে চাইনি
এই পৃথিবী আমাকে মানুষের মর্যাদা দেয়নি;
রাজনৈতিক নেতাদের সভ্য মানুষ ভাবি না
উদ্বাস্তু হয়েও আমি তাদের সম্মান করতে পারি না ।


ডিসেম্বর ২৩, ২০১৭
কক্সবাজার