কোন কিছুই
মনে নেয়া হয় না;
মেনে নেয়া ছাড়া
উদ্বাস্তু জীবনে আর উপায়ও থাকে না ।


স্বাভাবিক জীবনে
মনে নেয়া আর মেনে নেয়ার ছন্দ;
রোহিঙ্গা ক্যাম্পে কেবলই
মেনে নেয়া আর নিজের সাথেই দ্বন্দ্ব ।


প্রতিদিন সকালে
কোন কাজ নেই;
রিলিফ সেন্টারে হাজিরা দেই
ভিক্ষাবৃত্তির নুতন নামকরণ, মানবিক সাহায্য নেই ।


বিকেলেও কোন কাজ থাকে না
পাহাড়ের উঁচুতে বসে জীবন ভাবনা;
মর্যাদার আসনের চিক চিক নোবেল আয়না
আবার, ইথারে ভাসে নোবেল বায়না ;


কেবল রোহিঙ্গা জীবনের পরিবর্তন হয় না
কত লিটার রক্তের প্রয়োজন জানা যায় না;
মানুষ হিসেবে গন্য হয় না
কপালে লেপটে থাকা উদ্বাস্তু দাগ, আর মোছা হবে না ।


সাম্যবাদের হিসেব মেলে না
ধর্মীয় বানীতে আর হৃদয় কাঁপে না;
মানুষ নিয়ে রাজনীতির হিসেব কেউ দেবে না
এসব ভাবনায়, রাতেও ঘুম আসে না ।


মানুষের সাথে কুকুর বেড়ালের
পার্থক্য বুঝি না;
গতকাল জন্ম নেয়া শিশুটি
কার ক্ষতি করেছিল, জবাব পাই না ।


সময় থমকে গেছে;
ভবিষ্যৎ, বর্তমান হয়েছে
অতীত তাড়া করছে;
বর্তমানের অস্তিত্ব, রিলিফ সেন্টারে আটকে আছে ।


শুনেছি, মানচিত্রের রেখাগুলো
নাগরিকের শিরা উপশিরা;
স্রষ্টার সাথে পাল্লা দিয়ে মানুষের
সৃষ্টি রোহিঙ্গা, চিড়চিড়ে হাড় দ্বারা।


রোহিঙ্গা রাজনীতি নাকি বহুকালের
আমার জন্মের বহু বছর আগের;
আরকান রাজ্য, বিশ্ব মোড়লদের ক্ষেত্র উপভোগের
রাজনীতি টিকিয়ে রাখার রাস্তা, মানবিক সাহায্যের।


মে ০৬, ২০১৮
কক্সবাজার