এক টুকরো আলোর ভীষণ প্রয়োজন ।
অনেক বেশী আলো নয়
আলো ছায়া থাকলে বেশ হয়;
ছায়ার আড়ালে আলোর উপভোগ রয়।


এক টুকরো আলোর ভীষণ প্রয়োজন ।
সূর্যয়ের উদয় দেখিনি অনেকদিন
সূর্যাস্তের ঠিক আগে দাঁড়িয়ে ছিলাম সেদিন;
আলোর শেষ রেখাটুকু মনে থাকবে অনেকদিন।


এক টুকরো আলোর ভীষণ প্রয়োজন ।
মুখের চেয়ে, মুখচ্ছবি আমায় টানে
অব্যক্ত কথা প্রতিনিয়ত শুনি কানে
তোমার টুকরো ছোঁয়া আবেশ ছড়ায় প্রানে।


এক টুকরো আলোর ভীষণ প্রয়োজন ।
কোলাহলে বিষাক্ত জীবন
দশ ফিট বাই দশ ফিট, আমার আয়োজন
নীরবে উপভোগ, সময়টা অসাধারন!


এক টুকরো আলোর ভীষণ প্রয়োজন ।
সীমাহীন অপেক্ষা, অস্থির মন
হঠাৎ উপস্থিতি, হঠাৎ সাফল্য;
ক্ষুদ্রেই সুন্দর, ক্ষুদ্রেই জীবন ধন্য।


জানুয়ারি ০১, ২০১৮
কক্সবাজার