ক্লান্ত পরিশ্রান্ত একটি দিন
অনেক মানুষের মুখের অন্ন;
শ্রমিক ছুটে চলে এদিক ওদিক, বিশ্রামহীন।
শ্রমিকের কপালে এক ফোটা ঘাম! অনন্য


আবিস্কারের নেশায় দিন রাত
মানব প্রজাতির, হয়তো আসবে মুক্তি;
বিজ্ঞানীর চোখে মুখে নেই স্বস্তি।
বিজ্ঞানীর কপালে ফোটা ফোটা ঘাম। ক্লান্তি এবং অস্বস্তি !!


হাসপাতালে নূতনের আগমন
লেবার রুমে, প্রথম কান্না, মিষ্টি মুখর আনন্দ;
১০ মাসে সৃষ্টি, শেষ হল সীমাহীন কষ্ট ঘন ।
মায়ের কপালে এক ফোটা ঘাম। ব্যক্তিত্ব বরেণ্য !!


মধ্যরাতের উষ্ণতায় বিভোর
প্রজাতি রক্ষার নিরন্তর চেষ্টা;
সময়ের উপভোগে মেটে শরীর ও মনের তেষ্টা।
স্বামীর কপালে ফোটা ফোটা ঘাম। অকৃপণ নিষ্ঠা !


জনসমাবেশে ভাষণ
পুরো মিথ্যের সাথে এক টুকরো সত্য;
মন ভোলানো দরদ, মিথ্যের বেসাতি অকথ্য।
রাজনৈতিকের কপালে এক ফোটা ঘাম । চোরাবালি নেপথ্য!!


এপ্রিল ২৯, ২০১৮
কক্সবাজার