উড়াল সেতুতে গাড়ি চলে জনগণের ট্যাক্সে
শ্রমিকের ঘাম শুকায় নিঃশ্বাসের বাতাসে;
মাউন্ত এলিজাবেদ হাঁচির  চিকিৎসার বিল পায়
জরিমন বাচ্চার দুধ না কিনে খরচ বাঁচায়।


গাড়ির গতি ঘণ্টায় দুশো কিলোমিটার
একই শহরে, দু কিলো যেতে সারাদিন পার;
দারিদ্র্য নাকি দেখা যাবে মিউজিয়ামে
ফুটপাত উচ্ছেদে, জীবন-মরন সন্ধিক্ষনে।


আয় না করেও সম্ভব, রাজার হালে থাকা
আবার আয় করেও হয় না সচ্ছলতার দেখা;
কারো জীবন প্রতিদিনই বাদরঝোলা, অনেকটাই মরা
কপাল থাকলে, অশিক্ষিত হয়েও দামি গাড়ীতে চড়া।


ট্যাক্স আর ভ্যাটের চাপে পিষ্ট জনজীবন
উন্নয়নের নামে দেখেই চলেছি অনুন্নয়ন;
অভিজ্ঞতা অর্জনের নামে বিদেশ ভ্রমন
ভেতরের খবর হোল মার্কেটিং আর সেক্স ট্যুরিজম ।


জনতার ক্ষমতা নেই, বলার কিছু আর বাকী নেই
ভোট দেয়ারও কোন সুযোগ নেই;
দেখে যাওয়া ছাড়া আর উপায় নেই
স্রষ্টার কাছে বিচার দেয়া ছাড়া, আর কিছুই করার নেই।


ডিসেম্বর  ০২.১২.২০১৭
কক্সবাজার