একটি অভিমান বুকে ধারন
বাবা-মায়ের মধ্যে অমিলটাই প্রধান কারন;
প্রতিদিনের বাক বিতণ্ডার ছায়া তার উপর
অভিমান নিয়েই জীবন যাপন, চল্লিশটি বছর ।


ইতিহাসের পুনরাবৃত্তি নিজের জীবনে
ঠেকানো গেল না অশুভ ছায়া অমিলের কারনে;
আগে বোঝেনি সেপারেশন কেন হয়নি
সমাজের কঠিন নিয়ম উপেক্ষা করা যায়নি ।


জ্ঞান, সভ্যতা এগোয় প্রতিনিয়ত, প্রতিদিন
সমাজের শৃঙ্খল আজও তেমনি, অনেকটাই আগেরদিন;
নিজের জীবন থেকে শেখা, নেই কোন স্বস্তি
একটি অভিমানের পরিসমাপ্তি।


নভেম্বর ০৬. ২০১৭