অপেক্ষায় ছিলাম যখন, আসলে না তখন
আসলে তখন, প্রস্তুতি ছিল না যখন;
প্রস্তুত হলাম যখন, সবই দিলাম বিসর্জন
একটি ভুল সিন্ধান্তের আয়োজন ।


অনেক আয়োজনে প্রয়োজন মিটলো
অবিরাম পথ চলা, অপেক্ষা কিছু অর্জন;
অর্জন শেষে, বিসর্জনের হিসেব নিকেশ
উপভোগ আর হোল না, মুহূর্তগুলো বিশেষ ।


নিষ্ঠুর সময় ফিরে ফিরে আসে
বিসর্জনের হিসেবগুলো একা একাই হাসে;
বিনিদ্র রাত কাটে, রবীন্দ্র সঙ্গীত বাজে
একটি ভুল সিদ্ধান্ত, কে কার আগে।


অক্টোবর ১৭. ২০১৭