সবাই সব কিছু দ্রুত বুঝতে পারে
আমার একটু দেরী হয়;
প্রশ্ন করি না সূর্যের আলোতে সমতা কেন নয়
সবাই বলে সমান হয়, বুঝতে পারি এতেই সন্তুষ্ট থাকতে হয় ।


শত কোটি বছরের পুরানো পৃথিবীতে
বৈষম্য গুলো হালাল সাবানের মতই গ্রহণযোগ্যতা পায়;
বুদ বুদ ফেনা উঠে
আবার মিলিয়ে গিয়ে আলমারিতে শোভা পায় ।


প্রতিবাদ হয় মিনমিনে গলায়, অপূর্ণ বাক্যে
স্বার্থের ফাটলে বিনাশ ঘটে ঐক্যে;
প্রতীক্ষার পাথরগুলো সময়ের গহ্বরে তলিয়ে যায়
আমার একটু দেরী হয়, সবাই যখন নিজেরটা কুড়িয়ে পায় ।


শ্রেণী চরিত্রের আমলনামা অক্ষয় থাকে
অবস্থানের গলায় গলায় ভাব, বাঁধা এক পাকে;
কাঙ্ক্ষিত আশ্রয়, প্রশয়ে বেড়ে উঠে প্রত্যাশার গুণগুণ
এগিয়ে গিয়ে, বুঝতে দেরী হয়, দ্বন্দ্বের আগুনে পোড়ে মন।


শরীরের হাড়গুলো ব্যবহৃত হয়
যেন ব্রিজের পাটাতন
যার যখন খুশি, যেমন তেমন;
কেবল আমার বুঝতে দেরী হয়, আমি অক্ষম !!


এপ্রিল ০৪, ২০১৮
কক্সবাজার