আগুন আর কতটুকু পোড়ে !
ঈর্ষার আগুন
দাউ দাউ করে ভেতরে জ্বলে;
জ্বালিয়ে দেয়ার অঙ্গীকার চলে আপন তালে।


অবিশ্বাসের মোমবাতি
নিজ দেহের চর্বিতে জ্বলে;
এগিয়ে যাওয়ার রাস্তাটাকে ঈর্ষার ব্যারিকেডে ফেলে
নানা কৌশলে সকালে বিকেলে।


ঈর্ষার আতুর ঘর অক্ষমতা,
মনের আয়নায়, ছায়া থাকে ব্যর্থতা;
আটকে রাখার নিরন্তর চেষ্টা
নিজের নাক কেটে হলেও যাত্রা ভঙ্গের প্রচেষ্টা ।


অভিযোগের কাঠগড়া, পরিসংখ্যান থাকে না
যৌক্তিক ব্যাখা, ক্ষমতার তাপে টেকে না;
বৈরিতার মনোভাবে ভদ্রতার মুখোশ
সুযোগের অপেক্ষায়, নিঃশ্বাসে গড়ায় আফসোস ।


ঘৃণার জ্বালানী ট্যাঙ্ক, অন্যের সফলতা
ঈর্ষার ফেনা ফুলে ফেঁপে উঠে, প্রকাশের অস্পষ্টতা;
অনভিজ্ঞতার আঁচে মেনে নেয়ার অপারগতা
নির্ঘুম রাত, দিনে চলে কুটকৌশলের তৎপরতা ।


মে ১১, ২০১৮
কক্সবাজার