অনিমেশ এর যন্ত্রণা
জেন্ডার লেন্স এ দেখা যায় না;
পলিসি প্র্যাকটিস এর ফারাক
ইন দ্যা ন্যাম অব জেন্ডার ফ্রেমওয়ার্ক।


সমাজের রক্ত চক্ষু
ছেলেদের কাঁদতে নেই;
সক্ষমতা থাক বা না থাক
চেপে থাকা বোঝার কথা বলতে নেই।


বয়স পেরিয়ে যাক
উপার্জন নেই, বিয়ের কথা আপদত থাক;
ছেলে হয়ে জন্মেছে যেই
বাবা মা এর কোন দায়িত্ব নেই।


জন্মের পর শেখানো দায়িত্বের চাপ
মৃত্যুর শেষ মুহূর্তেও নেই মাপ;
যথেষ্ট সম্পদ রেখে যেতে হবে
নিরবিচ্ছিন্ন চাপে, কোণঠাসা জীবনের দেখা মিলবে ।


চাকরির বাজারে জেন্ডার প্রাধান্য
নারী প্রার্থীর অভাবে, পুরুষ  প্রার্থী হবে গন্য;
চাকরি হলেই বা কি, কাজ করেও নেই প্রোমোশন
সর্বত্রই উইমেন ফরোয়ার্ড একশন।


সময় পেরিয়ে যায়, অদিতি হারায়
দোষ নেই তার;
সব দোষ অনিমেশ এর
কেন ফিরে তাকায় বার বার ।


নারী পুরুষের শারীরিক ভিন্নতা
জানান দেয় না শত্রুতা;
পজেটিভ  ডেসক্রিমিনেশনের বাড়াবাড়ি
অহেতুক এনিমি ডিসকোর্স তৈরি ।


মে ১৩, ২০১৮
কক্সবাজার