যে দেশে
মানুষের চেয়ে লাশের সংখ্যা বেশী
জিন্দা লাশের সংখ্যা আরও, আরও একটু বেশী
সেটা আমার স্বপ্নের দেশ নয়।

যে দেশে
পচা লাশের দুর্গন্ধের চেয়ে দুর্বত্তায়নের গন্ধ বেশী
জিন্দা লাশের গন্ধ আরও, আরও একটু বেশী
সেটা আমার স্বপ্নের দেশ নয়।

যে দেশে
মানুষের জ্ঞানের চেয়ে, তেলের মুল্য বেশী
জিন্দা লাশের আস্ফালন আরও, আরও একটু বেশী
সেটা আমার স্বপ্নের দেশ নয়।

যে দেশে
কাজের চেয়ে অকাজ, অলঙ্কারের ঝঙ্কার বেশী
জিন্দা লাশের গতিবেগ আরও, আরও একটু বেশী
সেটা আমার স্বপ্নের দেশ নয়।

জুন ০৫, ২০১৮
কক্সবাজার