পড়ন্ত বেলায় সূর্যাস্তের
কাছে দাঁড়িয়ে
সিমান্ত রেখার শেষ ধাপে;
নিঃশেষ হতে হতে
হঠাৎ তোমার সাথে দেখা;
কেন এলে ফিরে আবার?


মেনে তো নিয়েছিলাম সবই
একাকী প্রতিবিম্বের কাছে, ছিল একটাই হবি;
প্রতিদিন কেটেছে নানা রঙে, কিন্তু একই
অপেক্ষায় থেকে থেকে, ধূসর জীবন;
হঠাৎ তোমার সাথে দেখা
কেন এলে ফিরে আবার?


ছাইচাপা আগুন
দহনে দহনে পথচলা;
সংগ্রাম, অবহেলা মিলেমিশে একাকার
নিরাকার জীবনে ছিল না হাহাকার;
হঠাৎ তোমার সাথে দেখা
কেন এলে ফিরে আবার?


আমিতে ছিলাম আমি, কেবলই আমার
অতীতের ছায়াবৃত্তে বারংবার;
ভাবনার খোলা আকাশে মিত্রতা অনেকবার
প্রত্যাশা ছিল না, আসবে আবার;
হঠাৎ তোমার সাথে দেখা
কেন এলে ফিরে আবার?


জানুয়ারি ১০, ২০১৮
কক্সবাজার