শ্রম বাজারে মানুষের হাট বসে
এখানে সেখানে;
রাস্তার ধারে, কর্পোরেটে
সমাজ সেবায় কিংবা ইন্টারনেটে।


কর্পোরেটে, টাকায় বিক্রি হয়
মানুষ;
মর্যাদাও বিক্রি হয় সমাজ সেবায়
উড়ে ফানুস ।


একটি নুতন শহরের জন্ম হল
একটি শিশুর পৃথিবীতে আগমন ঘটলো ;
মর্যাদাহীন মানুষের হাট বসলো
উদ্বাস্তু শহরের নামকরণ হল ।


স্বপ্ন বাঁচে নুতনের প্রত্যাশায়
প্রত্যাশাগুলো দুমড়ে মুচড়ে যায় হতাশায়;
হতাশাগ্রস্ত মানুষ বিক্রি হয় মানবতায়
রোহিঙ্গা বাঁচে বোতলে ভরা মানবতার সেবায় ।


মানবিক সহায়তার পেছনে
সেবা, সেবার পেছনে রাজনীতি;
রাজনীতির পেছনে ক্ষমতা, ক্ষমতার
পেছনে আত্মতুষ্টি, একটি চেইন সম্পর্কের সমষ্টি।


এপ্রিল ২৫, ২০১৮
কক্সবাজার