দীর্ঘদিন বেঁচে থাকাটা এক ধরনের নির্লজ্জতা
চারপাশে শুরু হয় অস্থিরতা;
ছাদে, বারান্দায়, গ্যারেজে চাপা ক্ষোভের ফোঁস
নির্লজ্জের তখনও হয় না হুশ ।


দীর্ঘ দিনের আয়ু ঈশ্বরের দান
পায়ে তেল মালিশ, যদি আর কটা দিন জীবন পান;
রাতের আধারে, গোপনে ঈশ্বরের তুষ্টি সাধন
দিনে চলে গায়ের জোরের আস্ফালন।


নির্লজ্জ বেহায়া আরও, আরও আয়ু চান
ঘন ঘন হুজুর বাড়িতে যান;
আর কি করতে হবে হুজুর, কান্না জড়িত কণ্ঠে বলেন
আপনার খেদমতে আছি, আমার বাড়ীতে চলেন।


তান্ত্রিক দেয় পরামর্শ, রক্ত গঙ্গায় গোসল চাই
রক্ত চুষে কক্কাল হলে আফসোস নাই,
আয়ুর দম্ভে বেহায়া উল্লাস, পিঁপড়ে ভর্তা চাই
আলু পটলের চাষে অনেক শক্তি পাই।


এত আয়ু চাই, জীবনে কেউ দেখেনি
মগজের মাপ কেউ মাপেনি;
আমার ঈশ্বর, হুজুর আর তান্ত্রিক
আমিই একমাত্র, তোমরা যা ভাব তাই।


নভেম্বর ২৭.১১.২০১৭