একটি বাসায়
তিন ধরনের অস্তিত্ব
আমি, আমরা এবং সে
একজন অপরিচিত !

একজন সব সময়
জালালার পাশে দাঁড়িয়ে থাকে
অসীমতার মাঝে কিছু একটা খোঁজে
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।

অমঙ্গলের আশংকায়
কুঁকড়ে থাকে
ঈশ্বরে বিশ্বাসী কিন্তু নিশ্চিত না
পৃথিবীতে তার হাত দেখে না ।

আমি, আমরা এবং সে
প্রতিবেশীহীন বিচ্ছিন্ন দ্বীপ
মানুষেরা মধ্যরাতে ঘরে ফেরে
জানালার পাশে দাঁড়িয়ে দেখে ।

একজন
সব সময় জানালার পাশে দাঁড়িয়ে থাকে
অপেক্ষার প্রহর গুনে
অন্যদের গতানুগতিক জীবন ।

সেপ্টেম্বর ০৮, ২০১৮
কক্সবাজার