অঙ্কিত মানব জীবনকে
সামন্তরিক ক্ষেত্র মনে হয়;
চাওয়া পাওয়ার দুটো সমান্তরাল রেখা
স্বপ্ন ও আকাঙ্ক্ষা বিপরীত রেখায় আঁকা ।

চারটি কোণ
জীবন চক্রের চারটি স্তর;
প্রতি স্তরেই রেখাগুলোর মধ্যকার
ফারাক বিস্তর।

আড়াআড়ি রেখাগুলোর
সমান্তরাল গতি;
মিলিত বিন্দুগুলোর শেষ পরিণতি
দুরন্ত গতির নিশ্চিত ইতি।

বিপরীত কোণ গুলোয়
আঁকা মধ্যরেখা;
প্রতিযোগী সময়ে রেখাগুলোর
একে অপরকে দেখা।

রেখাগুলোর একে ওপরের
অধিনস্ত থাকা;
আকাঙ্ক্ষিত মুক্তির
চেষ্টা অযথা ।

মে ২৫, ২০১৮
কক্সবাজার