স্নিগ্ধ সকাল, ফুটন্ত ভবিষ্যৎ
বিষণ্ণ বিকেল, সূর্যাস্ত সমাগম;
অন্ধকার রাত, নিভু নিভু আলো
ক্লান্ত দুপুর, উদ্ভ্রান্ত সময় ।


নস্টালজিয়ায় পেছন ফেরা
অচেনা পথে হাটা রিস্কি ভাবা;
সময়ের দুরন্ত গতিতে তাল না রাখা
ভুলের আফসোসে বিষণ্ণ থাকা ।


সময়ের স্বল্পতায় সচেতন থাকা
অনিশ্চয়তার পথে নিজেকে রাখা;
হিসেবের খাতা উল্টে উল্টে দেখা
যোগ বিয়োগের হিসেবে অস্থির থাকা।


পরের প্রজন্মের ভবিষ্যৎ নির্মাণ
ইচ্ছেগুলো সব সময় অনির্বাণ;
একাকীত্বের আশংকায় কেঁপে উঠা
খোলা মাঠে দীর্ঘশ্বাস বুকফাটা ।


গ্রহণযোগ্যতার তলানিতে থাকা
শেষ চেষ্টায় নিজেকে অটল রাখা;
হয়তোবা শেষবার সফলতা দেখা
মৃত্যু পরবর্তী প্রস্তুতিতে থাকা।


ডিসেম্বর ২৭, ২০১৭
কক্সবাজার