কিছু জীবন দেখি নাটকের মত
সাজানো গোছানো, সুখের নেই অন্ত;
আবার কিছু জীবন আছে, ক্লান্ত, পরিশ্রান্ত
কেবলই ছুটে চলা অবিশ্রান্ত।


জীবনের ক্যানভাসে রঙ দেয়ার দক্ষতা
সবার থাকে না, অপরিপক্কতা;
জীবনবোধ সবার এক ও থাকে না
সবাই জীবকে উপভোগ করতে জানে না ।


কেউ জীবনকে খুব কাছে থেকে দেখতে পায়
কেউবা আবার সব পেয়েও হারায়;
এক জীবনে সব পেতে চায় অনেকে
অনেক কিছু পেয়েও পড়ে বিপাকে ।


জীবনের থাকে নিজস্ব ছন্দ, কাব্যিক ভাষা
সংগ্রামী জীবনের কাছে পরাজিত প্রত্যাশা;
কোন কোন জীবনে স্বপ্নরা ডানা মেলে আকাশে
ঘাত প্রতিঘাতে স্বপ্নের বেলুন ফুটো হয় নিমিষে।


জীবনের স্পন্দন শোনা যায়
পথের ধুলোয়, মহলে আবার দামী রেস্তোরায়;
কিংবা ব্যস্ত নগরে, গভীর রাতের উষ্ণতায়।
কঙ্কালসার হাতগুলো ব্যস্ত থাকে ডাস্টবিনের উচ্ছিষ্টটায়।


জীবনের হিসেব মেলে না, মেলানো যায় না
অঙ্কটা সঠিক নিয়মে চলে না ;
সৃষ্টির পরিকল্পনা কেউ জানে না
অহংকারী মানুষগুলো, তারপরও হার মানে না ।


এপ্রিল ১৩, ২০১৮
কক্সবাজার