জ্বলছি আমি, পুড়ছি আমি
জানি না কেন অপরাধী;
জ্বালায় থাকি, দহনে থাকি
জীবনের আর অল্প কিছু বাকী।


মনে নিচ্ছি, মেনে নিচ্ছি
একা একা ঘুরে বেড়াচ্ছি;
হুমকি খাচ্ছি, ধামকি খাচ্ছি
সারাক্ষণ জবাবদিহিতায় থাকছি।


ভয়ে আছি, শঙ্কায় আছি
অকারনে চাকরি হারাচ্ছি।
নিজ যোগ্যতায় কিছু পাচ্ছি
লবিং এর কাজে পিছিয়ে থাকছি।


ঝামেলায় পরি, বিপদে পরি
অন্যায় প্রলোভন উপেক্ষা করি;
চাপে পরি, মাথা নত করি
আবার মাঝে মাঝে বিদ্রোহ করি।


কিছুটা দিন হালকা মেজাজে থাকি
অনেকটা সময় মন্দ থাকি;
নিজেকে নিয়ে ব্যস্ত থাকি
ঘুমোতে পারলে খুব ভাল থাকি।


বিরহে কাপি, শিহরণে কাপি
সুখী সুখী ভাবে থাকি;
ইশারায় মাঝে মাঝে কাপি
একজনের ভালবাসায় মজে থাকি।


জানুয়ারি ২৭, ২০১৮
কক্সবাজার