জীবনের রঙ
  -সরদার আরিফ উদ্দিন


জীবনের রঙ পাল্টাতে কতক্ষন
চেষ্টা ত থাকেই, সাথে মরিয়া পন,
সবুজ জীবনের জন্যই আকাঙ্খিত আমাদের মন
কিন্তু ঝর ঝাপটা রুখতে পারেই বা কজন।


জীবনের রঙ পাল্টাতে কতক্ষন
বিচার হিনতার এদেশে কেউ নেই আপন,
সকালে জীবনের উজ্জ্বল রঙ, বিকেলেই স্বার্থের শোষণ
পরেরদিন হিংস্র থাবা, যদি ঠিক মত না হয় তোষণ।


জীবনের রঙ পাল্টাতে কতক্ষন
যেখানে হর-হামেশাই চলে মানবাধিকার হরন,
কোথাও কি আস্থা আছে, ঠুনকো এ জীবন
এদেশ নিয়েই আবার গর্ব, উপায়হীন সারাক্ষন।


জীবনের রঙ পাল্টাতে কতক্ষন
কি লাভ তবে, হয়ে বিচক্ষন আর করে জ্ঞান অর্জন,
ভাল হয় যদি চাওয়া গুলো দিতে পারি বিসর্জন
মিথ্যের বেসাতি ছাড়া আমাদের আর কি অর্জন?
জীবনের রঙ পাল্টাতে কতক্ষন
২৪.০৭.২০১৭