তিদিন একটি প্রশ্নের সম্মুখীন হই, কেমন আছি
কখনো বলি ভাল, কখনো বা বলি খুবই ভাল;
মিথ্যে বলি নাকি সত্যি, জানি না, জানার প্রয়োজনও বোধ করি না
ভাল মন্দের প্রশ্ন মাথায় আসে না;
আমার ভাল থাকা না থাকা, কারোর কিছুই যায় আসে না
আমারও  না ।


আমি নিজেকে নিয়ে ভাবি না
মৃত্যুর ভয়ে তটস্থ  থাকি না, কেউ মরে গেলেও ভাবনায় আনি না;
নিজের ক্ষমতাকে আস্থায় রাখি না, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি না
ক্ষুদ্রতা আমাকে ভাবায় না আবার সমগ্রতা দেখতেও পাই না।


আকাশ দেখেও দেখি না, শুধু মেঘের আড়ালে কষ্টগুলোকে উড়ে বেড়াতে দেখি,
কোন ইশারাকে আমলে নেই না
কেবল প্রেমের উষ্ণতাকে, না পাওয়ার বেদনায় অনুভব করি;
তপ্ত দহনে নির্ঘুম রাত কাটাতে অভ্যস্ত
শুন্যতার ভিড়ে আগ্রগামি পথিক আমি;
বিস্ময়ে, অভিমানে, ক্ষোভে, দুঃখে, যন্ত্রণায় নিশ্চুপ, তবুও আমি ।


পৃথিবীতে কত জন মরে গেল কিংবা জন্মালো
তাতে আমার কিছুই যায় আসে না;
আমি আমাতে থাকি, প্রতি মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করি।
আমি ঘড়িতে সময়ের মাপ দেখি না
কেবল সময়ের ফুরিয়ে যাওয়া অনুভব করি;
ক্ষয়ে যাওয়া জীবনের দূরবীনে জীবন্ত ফসিল দেখি, স্পন্দন শুনি না।

আমি প্রার্থনা করি না, প্রার্থনার মধ্যেই থাকি
অভিমানগুলো লুকিয়ে প্রকাশ করি;
প্রতিকার চাই না; প্রতিহিংসায় থাকি না
কেবল ঈশ্বরের বিবেচনাবোধে বিস্মিত হই!
ঈশ্বরের, একটি সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় রই,
অপেক্ষার পরও, অপেক্ষায় রই, আবারো অপেক্ষায়ই রই।

ফেব্রুয়ারি ২৭, ২০১৮
কক্সবাজার