আমি যুগল জীবনকে সহজ ছন্দের ভাবি
খামোখাই মাঝে মাঝে জটিল করে ফেলি;
একে ওকে জড়িয়ে নানান কিছু ভাবি
শেষে একে অপরকে দহনে জ্বালিয়ে ফেলি ।


সঠিকটা না জেনেই অভিমানে থাকি
কিছুটা হয়তো দেখি, জানার থাকে বাকী;
ভুলের মালা গাঁথি, নিজের সুত্রেই থাকি
অন্যের কথা শোনার থাকে অনেক বাকি।


অভিমানগুলো অভিযোগে রূপ নেয়
নিঃশ্বাসে আস্থার অভাব দেখা দেয়;
অতঃপর এনিমি ডিসকোর্স এর আকার নেয়
বাইরের মানুষ এ সুযোগেই ঘরে হানা দেয়।


আলোচনার স্পেস তৈরিই, একমাত্র পথ
যতই থাকুক অমত কিংবা দ্বিমত;
প্রতিটি নিঃশ্বাসে বিশ্বাস থাকবে, দুজনের একই পথ
বৃহৎ স্বার্থে ছাড় দিতে হবে কিছু দ্বিমত।


আত্মবিশ্বাসে থাকা, একে অপরকে সম্মানে  রাখা
নিজের ভুল গুলো সব ফিরে ফিরে দেখা;
অপরের ভুলগুলো ভুলে গিয়ে, ভালটা মনে রাখা
সুযোগ পেলেই একে অপরকে আড়চোখে দেখা।;


শুধু মন  নয়, শরীরকেও দিতে হবে কিছু
ইগো বাদ দিয়ে, প্রয়োজনে হতে হবে নিচু;
বিশেষ দিনের আয়োজনে উপহার থাকবে কিছু
একসাথে সুখের জীবন, গলার স্বর থাকতে হবে নিচু।


৩০.১১.২০১৭