ধূসর জীবনে
মলিন  সময়ের বাঁকে
সময়কে অসময়ের ছাঁচে ফেলে,
তোমার সাথেই জীবন এগিয়ে চলে
স্বস্তির নিঃশ্বাস ফেলে;

হিসেবের বেহিসেবি পাওনা
এক জীবনে শেষ হয় না;
ফিরে ফিরে আসা অতৃপ্ত প্রানে
তোমারই টানে ………  

যার নিরপরাধ অশ্রু জমাট বাঁধা রয়
তাকে বঞ্চিত করেই কবিতার জন্ম হয় ।

কক্সবাজার
নভেম্বর ৩০, ২০১৮