[আরও একটি মাইলস্টোন ছুঁয়ে গেলাম, ২০০ তম কবিতা প্রকাশ হল আজ ]


আজ তোমার জন্মদিন, আমারও
কাকতালীয় ঘটনা,
একই দিনে জন্মবার্ষিকী, একই দিনে বিবাহ বার্ষিকী !!
মৃত্যু বার্ষিকী একই দিনে হবে? খুব ইচ্ছে, তাইতো প্রার্থনা ।


জন্মদিনে শুভেচ্ছা বার্তা হয়
কিন্তু চিরকুট কেন নয়?
কিসের এত ভয়?
অপূর্ণ অপেক্ষায় থাকা কথাগুলো চিরকুটে রয় !


সময়ের তাপে এবং চাপে
অপেক্ষায় কেটেছে দিনগুলো নিশ্চুপে;
উনুনের উত্তাপে সেদ্ধ হয়নি মাংস
অবহেলায় কেটে গেল জীবনের দুই তৃতীয়াংশ ।


অপূর্ণ স্বপ্নে যাপিত রাত্রি
বিষণ্ণ বিকেল, সাথে সঙ্গী অনাথ দৃষ্টি;
ছাতাবিহীন হেটে চলে যুগল, যখন ঝুমঝুম বৃষ্টি
অবিন্যস্ত দ্রোহে একটি কবিতার সৃষ্টি ।


কাছের যা কিছু সব হয়েছে অচেনা
একমাত্র তুমিও ছিলে চিরচেনা;
সারল্য হারিয়ে ক্রমাগত জটিল জ্যামিতি
নিজ ভুবনে আমি অতিথি।


আয়ুর মার্বেলগুলো সময়ের গর্তে হারায়
হিসেব করা দিনগুলো,
অপূর্ণ অপেক্ষায় তাড়িয়ে বেড়ায়;
প্রতারক স্মৃতিগুলো বার বার সামনে এসে দাঁড়ায় ।


আজ তোমার জন্মদিন
শুভেচ্ছা জানাই,
যেমনটা জানাই কাকভোরে প্রতিদিন;
আজ বিশেষ দিন, পূর্ণতায় কাটুক আজকের দিন ।


এপ্রিল ২১, ২০১৮
কক্সবাজার