বেঁচে থাকার সুখ ও যন্ত্রণা
            দুটোই আছে;
সময়ে একেকটা
            একেক জনের কাছে।


অস্থির সময়, বিনিদ্র রাত
            যন্ত্রণার অসংখ্যা হাত;
আঁকড়ে থাকে, গলা টিপে ধরে
            প্রতি মিনিট যন্ত্রণা বাড়ে ।


আকাঙ্ক্ষা গুলো খুজে ফিরি
           আস্থা হীনতায় চলি;
চারদিকে দেখি মানবতাহীন কর্মকাণ্ড
           বিশ্বাসের নির্মম বলি।


যন্ত্রণা আর কষ্টের ঝুরি নিয়ে
           মধ্যরাতে বাসার ফিরি;
পরিবারের কাঠগড়ায় নিজেকে দেখি
           আরেকটি ভাল দিনের অপেক্ষা থাকি।


চারপাশের মানুষগুলোর নির্ভরতা
          আমার কাছে, আমারই উপর,
সব ফেলে পালাতে পারি না
          বহন করে চলি যন্ত্রণার সফর।


অক্টোবর ১৯. ২০১৭