একটি কাকতাড়ুয়া যত্নে রেখেছিলাম
কাজে লাগবে একদিন, বাবা-মা’কে দেখে শিখেছিলাম;
তখন কি জানতাম তার এত অবদান
সব সময় আমাদের আগলে রাখে, যেন ভগবান ।


বাইশ বছর আছি ফসলের মাঠে
মাঝে মাঝে কি নিদারুন যন্ত্রণায় দিন কাটে !!
সব বছর ফলন হয় না
তারপরও কাকতাড়ুয়া ছাড়া চলে না ।


কাকতাড়ুয়া আমাদের পাহারায় রাখে
চোর, বাটপার তার চোখে চোখে থাকে;
সব দিন মাঠে যাই না, চাষও করি না
নিজেরা নিজেরাই থাকি, কাকতাড়ুয়াকে ভুলি না।


আমাদের  যুগল জীবনের, অনেক পরিশ্রমে,
দুবার বাম্পার ফলন হল, হাসিতে মন ভরে;
ভেবেছিলাম কাকতাড়ুয়ার নেই আর প্রয়োজন
নিজেরাই করে নিব সব আয়োজন ।


একবার কাকতাড়ুয়া ভেঙে ছিল সাইক্লোন ঝড়ে
দোষটা আমারই ছিল্‌ অবহেলার তরে;
কষ্টে, জীবনের ছন্দে থাকি না, ফসলের মাঠেও যাই না
কাকতাড়ুয়ার পুনঃনির্মাণ, আ’র কষ্টে থাকি না।


ভাবনার সুত্রঃ  কাকতাড়ুয়া- একে অপরের প্রতি আস্থা, ফসলের মাঠ- যুগল জীবন, বাম্পার ফলন- দু ছেলে মেয়ে, চোর বাটপার-বাইরের মানুষের মাতব্বরি


৩০.১১.২০১৭