আমি কেন সব কিছু পারি
তুমি কি জান
সব হারিয়েও পেতে পারি
কারনটা যে তুমি।


আমি কেন নিজেকে শুন্যে রাখি
অসময়ে ঘুমিয়ে থাকি
রাত জেগে জেগে ছবি আকি
কারনটা যে তুমি।


আমি কেন একা একা ঘুরে বেড়াই
তোমাকে খুজে ফিরি
মেঘের সারিতে তোমায় অবয়ব দেখি
কারনটা যে তুমি।


আমি কেন বন্ধুহীন চলি
অন্যের চোখ এড়িয়ে
একটি ছবির দিকেই তাকিয়ে থাকি
কারনটা যে তুমি।


আমি কেন নীরবতা পছন্দ করি
ক্লান্তিহীন কাজে ব্যস্ত রাখি
একটি বিশেষ দিনের অপেক্ষায় থাকি
কারনটা যে তুমি।


জানুয়ারি ১৭, ২০১৮
কক্সবাজার