কেই না জানুক
তুমি ত জান, তুমি আমার
কেউ না জানুক
আমি ত জানি, আমি তোমার ।


অনুভুতির অনুরণন
মুক্ত বাইরের আবরণ;
সূর্যের চেয়ে বেশী কিরণ
এমনটাই চাই আমরণ ।


সব কথা যেমন বলতে নেই
আবার সব শুনতে চাইতেও নেই;
কিছু না বলা কথা, ভেতরে রাখা
অনুভূতির শক্তিতে, অনুভবে থাকা।


না বলেও বলা হয় অনেক কিছু
বলা হলে, প্রলোভনের ভয় থাকে পিছু;
দুজনের দু’জনার ভাষা একটা
শুধুমাত্র নিজেরাই জানবে, কে কাছে কতটা।


হাজারো ভাষার রাইরে একটি ভাষা
লেখার কোন বর্ণ নেই, অনুভুতিতে ঠাসা;
লোক দেখানোর প্রয়োজন থাকে না
প্রমান করার আয়োজনও কেউ রাখে না।


[বিদ্রঃ প্রথম চার লাইনের একটি গান আছে এবং গানটি শুনতে শুনতেই কবিতাটি লেখা]


জানুয়ারি ০১, ২০১৮
কক্সবাজার