প্রতিদিন মেইল চেক করি
নুতন কিছু নেই, পুরনোগুলোই বারবার পড়ি;
জিমেইল ইহাহু দুটোই আছে
বাড়তি চাপে দেখতাম ইনবক্স ভরে গেছে;


দিনের অনেকটা সময় কাটতো ফেসবুকে
লাইক আর অজস্র কমেন্ট লিখতে লিখতে;
ইদানিং আর কোন কমেন্ট আসে না
অপেক্ষায় থাকি একটিও লাইক পরে না;


অফিস ফেরত স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষা
একটু দেরী হলেই কত যে ছিল মুখ ঝামটা;
কাজের চাপ, রাস্তার জ্যাম, কে শোনে কথা
এখন কেউ অপেক্ষা করে না, সুনসান সব ফাকা;


ছেলে মেয়ের আবদারে হাপিয়ে উঠতাম
সবই মেটাতাম, কোনটা না পারলে মন খারাপ করতাম;
আজ আর কেই আবদার করে না
দিন শেষে পাবার অপেক্ষায়ও থাকে না;


খাবার টেবিলে বারবার ডাকাডাকি থাকতো
একটু দেরী হলেও সবাই অপেক্ষা করতো;
খাবার যাই থাক, মনে হত অমৃত খাই
এখন এত খাবার, একটুও স্বাদ না পাই;


ফোনের যন্ত্রণায় কতবার সাইলেন্ট মোডে রাখতাম
মাস শেষে ফোন বিল দেখে অস্থির হতাম;
একটি ফোনের অপেক্ষায় সারাদিন থাকি
এখনও বেঁচে আছি, নিজেকে সান্তনায় রাখি;


একা একাই ঘুরি, আবার একাই বাসায় ফিরি
শুন্য বাসায়, আগের দিনগুলোই খুজি;
ছেলে-মা অস্ট্রেলিয়ায়, মেয়ে কানাডায়
আমি আছি একা নিবাসে, শেষ দিনটির অপেক্ষায়!!


অক্টোবর ৩০. ২০১৭