ক্ষমতাবান আর ক্ষমতাহীনের
দ্বন্দ্ব চিরকালের, শ্রেণী চরিত্র শোষক আর শোষণের;
আবাল বৃদ্ধ বণিতা
ক্ষেত মজুর, শ্রমিক জনতার।


ক্ষমতাবানের চাই, শ্রম শোষণ
সম্পদের পাহাড় আর ক্ষমতার বড়াই;
ক্ষমতাহীনের বেঁচে থাকার প্রশ্ন
আদর্শিক লড়াই ।


ইতিহাস সাক্ষী
আদর্শের স্থান নেই, মিথ্যে শিক্ষার প্রয়োজন নেই;
মানবতার প্রয়োগ নেই, ধর্মের ভীতি নেই
মরীচিকার পেছনে ছোটা, মূল্যহীন আবেগের কোন মানে নেই ।


আদর্শের আপেক্ষিকতা
স্থান কাল পাত্র ভেদে, অর্থ বদলে যাওয়া ;
ক্ষমতাহীন বোকাগুলো
আত্মতুষ্টিতে ভোগে, ঝোলা নিয়ে ফিরে যায় ‘না পাওয়া’।


পৈশাচিকতার সিঁড়িতে
নগ্নতার পদক্ষেপ, ক্ষমতাবানের আরোহণ;
বোঝেও, না বোঝার ভান করে আপনজন
শোষণের চলামান সিঁড়ি, পেছনে থাকে পারিবারিক সমর্থন ।


মে ১১, ২০১৮
কক্সবাজার