ভাবছি আর কবিতা লিখবো না
ক্যামেরা হাতে নিব;
তোমার কষ্টগুলো স্যালুলয়েডে এঁকে দিব
ছবিগুলো পকেটে নিয়ে সারাদিন ঘুরবো ।


কবিতায় তোমাকে আর ধারন
করতে পারছি না;
কবিতা কেউ পড়ে না,
তোমার কষ্টগুলো ছড়িয়ে দিতেও পারি না।


কবিতাগুলো আমায় কুঁড়ে কুঁড়ে খায়,
কেবল আমিই জানি
কষ্টের ফেরিওয়ালা আমি;
ছবিতে তোমার কষ্টের রঙ দিতে পারি।


তোমার চলে যাওয়া, নিজের ইচ্ছেতে
ঘটেনি, তাও জানি;
আমার অক্ষমতা তোমাকে ফেরাতে পারেনি
তাই আমার মুক্তি আজও মেলেনি ।


সবাই বলে, কষ্টের রঙ নাকি নীল
আমি বলি রক্ত লাল;
কষ্টের ফোঁটা জমাট বাধে চিবুকে
রক্তক্ষরনের ভরাট জমিন তোমার বুকে ।


কষ্টের ঘনত্বের মাপ জানি না
কবিতার পরিসরে লুকানো থাকে না ;
বুকের কাছে থাকা কষ্টের পোট্রেট
তোমার আর ফিরা হবে না, সত্য নিরেট।


এপ্রিল ০৯, ২০১৮
কক্সবাজার