কষ্টের নিজের ও কিছু
স্বার্থপরতা থাকে;
নিজে জ্বলে পুড়ে মরে
অন্যকে ও পুড়িয়ে রাখে।


সিগারেট এর ধোঁয়ায় কষ্ট উড়িয়ে দেয়
পরিবেশ ধ্বংসে অন্যের সুখ কেড়ে নেয়;
অভুক্ত দেহে প্রতিশোধের ইচ্ছে পূরণ করে
কারো চোখে জল গড়িয়ে পরে ।


রক্ত ক্ষরণ নিয়ে একা একা ঘুরে
কেউ বোঝে না, বিনা কারনেই তাকে খোঁজে;
নির্ঘুম রাত্রি জাগরণ, কল্পনা বিলাস মাত্র
কারো কিছুই যায় আসে না, স্মৃতি হাতড়ানো যত্রতত্র ।


আয়নায় নিজের মুখ, কষ্টের ঘৃণায়
বাড়িয়ে দেয়া হাত ফিরিয়ে নেয় অশ্রুকণায়;
নিকোটিনে পুড়ে ফুসফুসের সক্ষমতা
অনেক কিছুই দেবার থাকে, পায় না আমজনতা ।


অস্থির সময় যাপন, লুকিয়ে রাখায় নিরন্তর চেষ্টা
ফিরে ফিরে পায় না কেউ, হাজারো প্রচেষ্টা ;
ক্রমাগত মোটিভেশন, আরেকবার ভাবো
বলতে পারে না কেউ, আমি তোমার গল্প হব ।


মে ০৪, ২০১৮
কক্সবাজার