কতবার ভেবেছি
আমি আর অযোগ্যের পথে বাধা হব না
অযোগ্যরা যেভাবে  পারে এগিয়ে যাক
চেয়ে দেখবো না ।


কতবার ভেবেছি
আমি সময় জ্ঞান রাখবো না
সময় মত কোন অনুষ্ঠানেই উপস্থিত থাকবো না
যে দেশে যেটা চলে না, তা ভাবার মানেই হয় না।


কতবার ভেবেছি
কাজের গুনগত মান নিয়ে ভাববো না
অপদার্থদের মনে ‘থ্রেট ফিলিংস’ তৈরি করবো না
এদেশে গুনগত মানের দরকারই পরে না ।


কতবার ভেবেছি
কাজের চেয়ে ডিপ্লোম্যাসি বেশী দরকার
মানুষগুলোর ভেতরটা খুবই কদাকার
এদেশে কাজ পাগলের নেই কোন দরকার।


কতবার ভেবেছি
যোগ্যরা কাজ করে অযোগ্যের অধীনে
পৃথিবীর ইতিহাস তাই বলে, সবাই তাই জানে
কেবল কিছু আহাম্মক নেয় না তা মনে।


জানুয়ারি ১৯, ২০১৮
কক্সবাজার