কতটা কাছে থাকলে
দূরত্ব ঘুচবে ?
নিঃশ্বাসের শব্দ শুনলে, নাকি
গভীর রাতে একান্তে কাছে পেলে?


দূরত্বের মাপনী কি
সময়ের ব্যবধান, দৃষ্টির সীমানা;
ভূগোলের ম্যাপ, নাকি
চেনা জগতের হঠাৎ অচেনা তুমি?


চেনা মানুষ অচেনা হলে
অহংবোধে চপেটাঘাত লাগে;
আত্মসংবরন কঠিন হলে পরে
স্মৃতি কাতর সময়কে জড়িয়ে, সময়ের কাছেই ফেরে।


কতটা দূরে গেলে
দূরত্ব বলবে?
ডানা ভাঙা পাখার পতপত ধবনি না শুনলে, নাকি’
অনুভবের আর্তনাদ তোমার কাছে না পৌঁছালে ?


ধূসর জীবনের মলিন সময়কে দেখা
সময়কে অসময়ের ছাঁচে ফেলে, নিজের কাছে ফেরা ;
সময়ের উত্তর সময়ই দেবে
আমার ভাবনা কেবল, তুমিই দূরত্ব গুচিয়ে নেবে।  


মার্চ ২০, ২০১৮
কক্সবাজার