জীবনটা আরও অর্থবহ হতো
সতেজ একটি প্রান থাকতো
অনেক বেশী উপভোগ্য হত
যদি কেবল লাইফ স্কিলটা থাকতো ।


কৌশলী হবার দক্ষতা নেই
শুধু ইগো-কে প্রাধান্য দেই
সমঝোতা করার ইচ্ছেটা নেই
কেবল পাওনাগুলোই বিসর্জন দেই ।


সময়ের কাজ অসময়ে করি
অকারনেই ঝামেলায় জড়িয়ে ফেলি;
কাজের গুনগত মান অবজ্ঞা করি
অহেতুক জীবনকে চ্যালেঞ্জে ফেলি ।


আচরনে উগ্র মেজাজে থাকি
একাধিক ব্যাংকে ক্রেডিট কার্ডে বাকি;
কাজ না করে তোষামোদে ব্যস্ত থাকি
বছর গেলেও ভাবি, জীবনের অনেক বাকি।


সারাদিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকি
অন্যকে নিয়ে খুব কমই ভাবি;
নিজের কাজ একা একাই করে থাকি
শেয়ারিং ছাড়া নিজেকেই মুল্যবান ভাবি।


পরনিন্দা আর অন্যের দোষ খোজা
নিজের ভুলে চোখ বুজে থাকা ;
শর্ট কাট পথে আয়ের পথ খোজা
একটাই কাজ, নেতাদের পেছনে থাকা।


বেলা শেষে জীবনের মানে খুজি
রোগ শোকে অকালেই চোখ বুজি;
কিছুই হোল না পাওয়া, আফসোসে মরি
লাইফ স্কিল ট্রেনিংটাই ছিল না, এখন অনুভব করি।


অক্টোবর ২৬. ২০১৭