মানুষ অমানুষ সীমারেখা
-সরদার আরিফ উদ্দিন


কাকে তুমি মানুষ বল
কাকে বল অ-মানুষ;
কাঠামো থাকলেই হয় না মানুষ
কিছু আচরন দেখেই বল না অ-মানুষ ।


মানুষ অমানুষ এর ব্যবধান কি
তোমার আমার ভাবনায় থাকে যতটুকু?
নাকি, যা আমারা দেখতে পাই, ততটুকু?
সত্যিই কি আমরা জানি ব্যবধান কতটুকু ?


আফগানিস্তান, সিরিয়া, মায়ানমারে
অন্যায় অত্যাচার চলছে সমান তালে;
আমি ত বলি, ওরা  অসভ্য, জানোয়ার, অ-মানুষ
রাজনীতির চালে, স্বীকৃতি মেলে, এরাই মানুষ ।


রাজনীতির নামে চলে, হত্যা, গুম, মামলা
চ্যালেঞ্জ দিয়ে বলে, এসব এবার সামলা;
আমি ত নিজেকে মানুষ  ভাবি, এসবের শিকার
এগুলো করায় যারা তারা থাকে নিরাকার।


মানুষগুলোকে  চিনি, জানি, কিন্তু নিরাকার
ছদ্মবেশে আমারই পাশে, মানুষের আকার;
এদের শক্তির উৎস, নষ্ট মানুষ আর বেকার
অহেতুক ভাবনা,  সবই রঙ বদলের অঙ্গিকার ।


অক্টোবর ১০, ২০১৭