যা ইচ্ছে তা খেতে পারি
গরুর মাংস নাড়ি ভুরি
ইচ্ছে হলে ভাত নয়তো মুড়ি
কিন্তু না খেয়ে কি বাচতে পারি?


চাইলে আকাশে উড়তে পারি
নামতে পারি
দ্রুত গতিতে ছুটতে পারি
কিন্তু ইচ্ছেটাকে গড়তে পারি?


মানুষের জন্ম দিতে পারি
ধীরে ধীরে বড় করতে পারি
সুস্থ রাখতে পারি
কিন্তু মৃত্যু ঠেকাতে পারি?


নানারকম আবিস্কার করতে পারি
চাইলে নুতন মডেল দিতে পারি
যখন তখন ফল ভোগ করতে পারি
কিন্তু আবিস্কারের মেধা বানাতে পারি?


গর্বে বুক ফুলাতে পারি
হিংসায় জ্বলতে পারি
প্রতিহিংসায় খুন করতে পারি
কিন্তু কতটা মানুষ হতে পারি?


মানুষকে অপমান করতে পারি
যাকে তাকে অবহেলা করতে পারি
চাইলে আবার ঘৃণা করতে পারি
কিন্তু সঠিক সম্মান করতে পারি?


ভালবাসায় রক্তিম হতে পারি
বিরহে কাতর হতে পারি
অপেক্ষার প্রহর গুণতে পারি
ভালবাসার মর্যাদা দিতে পারি?


দেশে থাকতে পারি, বিদেশে যেতে পারি
শহরে থাকতে পারি, গ্রামে যেতে পারি
চাইলে আবার আসা যাওয়া করতে পারি
সবাইকে একসাথে রাখতে পারি?


অন্যের মন রাঙাতে পারি
যখন তখন ক্ষ্যাপাতে পারি
কাছে কিংবা দূরে যেতে পারি
অন্যের মত নিজে হতে পারি?


ইচ্ছে হলে ধর্ম মানতে পারি
লোক দেখানো ধার্মিক হতে পারি
আবার নাস্তিকও হতে পারি
কোন না কোন বিশ্বাস ছাড়া থাকতে পারি?


সুখের পেছনে ছুটতে পারি
দুঃখ বিলাসী হতে পারি
চাইলে আত্মহত্যাও করতে পারি
কিন্তু সত্যিকারের সুখী হতে পারি?


অনেকের সাথে একত্রে কাজ করতে পারি
প্রয়োজনে সবার সাথে মিশতে পারি
বসকে সকাল বিকেল মানতে পারি
কিন্তু সঠিক মানুষ চিনতে পারি?


জোড় করে সম্পর্ক গড়তে পারি
চাইলে ভাংতেও পারি
গায়ের জোরে চলমান রাখতে পারি
কিন্তু টিকিয়ে রাখতে পারি?


উপরের যা যা বলেছি পারি
সবই আপাদত পারি;
আর যেগুলোতে প্রশ্নবোধক আছে
সবগুলোই হারে সীমাবদ্ধতার কাছে।


অক্টোবর ২৯, ২০১৭