সারাদিন যত কিছু করি
বেশীর ভাগই মেনে নেই
মনে নেই খুব কমই ;
তাই রাতে খুব কষ্টে ভুগি।


মেনে নিতে নিতে নিজেকে
আর মানুষ ভাবতে পারি না;
এখন আর নিজেকে অন্যান্য
প্রাণীর চেয়ে আলাদা ভাবতেও জানি না।


অন্যের সাথে নৈতিকতা মেলে না
নীতির সাথে আপোষ চলে না;
সবাই পারলেও আমি পারি না
আবার নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রাখতেও পারি না ।


জীবন ও জীবিকার প্রয়োজন
কাঁধে দায়িত্ব একাধিক মানুষের ভরণপোষণ ;
সব ছেড়ে দিয়ে বেঁচে থাকার নেই আয়োজন
আবার মৃত্যুর দিনক্ষনের দায়িত্ব নিয়েছেন অন্যজন।


হাসতে হাসতে অন্যায় করার আদেশ আসে
আদেশ না মানলে চাকরি যাবে দিন শেষে;
ন্যায় অন্যায়ের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম
নৈতিকতার মানদণ্ডে থাকেই বা ক’জন।


সমসাময়িক বাস্তবতা দাবী করে চয়েজলেস
ন্যায়ের পথের লড়াইকে বলে বেকবোনলেস;
ঠিক ঠাক কাজ করলেও দিন শেষে হোপলেস
এসব ছাড়িয়ে এগিয়ে যাওয়াটাই স্মার্টনেস।


জানুয়ারি ০৯, ২০১৭
কক্সবাজার