ইদানিং অদ্ভুত এক প্রাণীর দেখা মিলছে
আগে খুব বেশী দেখা যায়নি, মাঝে মাঝে কদাচিৎ দেখা যেত;
এখন হাজারে হাজারে, ঘরে বাইরে,
অফিস-আদালতে, হাটে বাজারে ।


মেরুদণ্ডহীন প্রাণী, কিন্তু
কি অদ্ভুত ! মেরুদণ্ড ছাড়া হাঁটতে পারে;
পেছন পায়ে ল্যাঙ মারতে পারে
আবার দাঁত কেলিয়ে হাসতেও পারে ।


অ-মেরুদণ্ড আর মেরুদণ্ডহীন
পার্থক্য অনেক;
জন্মগত আর অর্জিত
প্রথমটির মগজ থাকলেও, পরেরটি মগজ বিবর্জিত।


খুব সুরত মুখয়ব, সুঠাম স্বাস্থ্য
সর্বদাই থাকে মাথা নোয়ানোয় ব্যস্ত;
কিছুতেই মাথা উঁচু রাখা যায় না
কুকুরের লেজ যেমন সোজা হয় না ।


প্রাণীগুলো সবকিছু খায় না
বাছাই করা কিছু জিনিস ছাড়া অন্য কিছু চায়ও না;
কি অদ্ভুত ! এদের আবার নাকে দড়ি লাগিয়ে ঘোরানো যায়
গাধাগুলো মুলো দেখে যেমন এগিয়ে যায় ।


বলা যায়, খুবই স্মার্ট প্রাণী
বংশ বাড়ছে দ্রুত, সবাই জানি;
প্রাণীগুলো চিনেও না চেনার ভান করি
তবে আর দোষ কেন ? দিন শেষে আমরাও বন্ধুত্বে জড়িয়ে পরি ।


এপ্রিল ১০, ২০১৮
কক্সবাজার