[এই আসরে ১০০তম কবিতা প্রকাশ উপলক্ষ্যে আজকের কবিতা ‘মাইলস্টোন ছুঁয়ে দেখা’]

মাইলস্টোনের কোন শ্রেণীভেদ থাকে না
জাত পাত মানে না, ধর্মও মানে না ;
মাইলস্টোনের সুনির্দিষ্ট ইস্যু নেই, থাকে প্রেষণা
কেবলই ইচ্ছেগুলো ছুঁয়ে দেখার বাসনা।

অক্লান্ত পরিশ্রম, নির্ঘুম রাত
এখানে ওখানে ঘাত প্রতিঘাত;
সেক্রিফাইস, পেছন থেকে টেনে ধরা
নিষেধের বেড়াজাল, শাসন থাকে কড়া।

মাঝে মাঝে হাপিয়ে পড়া
মনের জোর হারিয়ে ফেলা;
পেছনে ফিরে যাবার ইচ্ছেয় মেতে উঠা
কষ্টে, মাইলস্টোনগুলো ফিরে ফিরে দেখা।

এগিয়ে চলা, মাইলস্টোনে অটল থাকা
সময়কে সময়ের মাপকাঠিতে বিচার করা;
ভুলের খাতায় লিখে রাখা
নিজের প্রতি আস্থা আর বিশ্বাসে থাকা ।

অবশেষে মাইলস্টোনের ছোঁয়া পাওয়া
ইচ্ছের শক্তিতে ফিরে যাওয়া;
আরেকটি মাইলস্টোন ছোঁয়ার উন্মাদনা
অস্থির উপভোগ আর আনন্দের কান্না ।

ডিসেম্বর ১৬, ২০১৭
কক্সবাজার