বোহেমিয়ান এক বিকেলে
হঠাৎ এক কিশোরী প্রশ্ন করে চোখ তুলে;
আমরা আর কতদিন থাকবো এখানে?
আমি জানি না, উত্তর দেই নিজের মনে।


মানবিক সহায়তা দানে ব্যস্ত দিন
রাজনীতির চোরাগলিতে হাটতে হয়নি কোনদিন ;
মানবতার পেছনে রাজনীতি
কিশোরী অসহায় প্রশ্নের উত্তর হয়তো পাবে একদিন ।


মানবতার ঢেউ আর সমুদ্রের ঢেউ মিলেমিশে একাকার
ভূলুণ্ঠিত মানবপ্রেম নাফ নদীর ওপার;
উখিয়া টেকনাফে মানবতার ঢেউ গুনে
কিশোরীর ঘুম ভাঙে খাদ্য সহায়তা গাড়ীর শব্দ শুনে ।


মানবতার রাজনীতি আবার রাজনীতিতে মানবতা
সম্পর্কে ভাই ভাই, গভীর একতা;
জ্বলজ্বলে হাতছানি, দৃশ্যমান সহায়তা
গ্রিনরুম নেগোসিয়েশনে ফরমালিন মুক্ত ক্ষমতা।


মানবিক সহায়তার একেকটি ঢেউ
ক্যাম্পে কুকুরের কর্কশ কণ্ঠ ঘেউ ঘেউ;
শব্দহীন কান্নাগুলো বাতাসে ভেসে বেড়ায়
শত শত গাড়ীর চাকায়, কিশোরীর প্রশ্ন চাপা পরে যায়।


এপ্রিল ২৪, ২০১৮
কক্সবাজার