আমার এক খণ্ড জমি আছে
যখন ইচ্ছে কর্ষণ করতে পারি;
অনাবাদী  রাখতে কিংবা ফলস ফলাতে
দুটোই পারি, যদি আমি থাকি রাজি।

জমির ওপর উঁচু দুটো টিলা আছে
ক্লান্ত হলে হেলান দিতে পারি টিলার কাছে;
দু’টিলার মাঝে নিজেকে লুকাতে পারি
আমিই মালিক, যা ইচ্ছে তাই করি ।

জমির ফসল আমার, মালিকানা আমার
জমির দায়িত্ব কেবল ফসল ফলাবার;
সবল ফসল না হলে তো জমিরই দোষ
জমির মালিকানা পরিবর্তনে নেই আফসোস ।

জমির প্রতি আমার বড় মায়া
কেননা, চলছে দীর্ঘদিনের মালিকানা;
আদর যত্নে, মায়া মমতায় লালন করি
ক্লান্ত হলে টিলার গায়ে ঘুমিয়ে পড়ি।

আমার নিজের কাছে আছে লাঙ্গলের ফলা
জমি কর্ষণে নেই কোন হেলা ফেলা;
দিন কিংবা রাত আমি কিছুই জানি না
আমার প্রয়োজন ছাড়া অন্য কিছু মানি না।

ডিসেম্বর ১৫, ২০১৭
কক্সবাজার