মৃত ব্যক্তিরা নাকি হাসতে জানে না !
ভুল এবং মিথ্যা;
আমি তো সেদিন দেখলাম হাসতে
জীবিতদের অবস্থা দেখে, মিটিং এ একে অপরের গায়ে হেসে ঢলে পড়তে ।


জীবিতরা মন খুলে হাসতে পারে না
গভীর দুঃখেও কাঁদতে জানে না;
ভালবাসার মিথ্যে অভিনয়, বলতে পারে না
জীবিত থাকার ভান করতে পিছপা হয় না ।


তাই নাকি?
তবে আর জীবিত থেকে লাভ কি?
লাভ লোকসান এর হিসেব কষার দরকারই বা কি?
জীবিত থেকেও, জীবিত থাকার চেষ্টা করছে, তাই যথেষ্ট নয় কি?


মৃতরা, আজীবন জীবিত থাকে
নিজের মত করে বাঁচতে শেখে;
জীবিতরা, জীবিত থাকার ভান করে, একটাই কারন
অন্য কোন ক্ষমতা নেই, বলতে বারণ ।


জীবিতরা অভিনয়ে পাকা
সত্য বলায় ততটাই কাঁচা;
কৌশলী হতে হতে নিজেকে হারিয়ে ফেলা
স্বার্থের পেছনে ঘুরে, যায় যে বেলা ।


জীবিতদের জীবন নেই
মৃতদের প্রান নেই;
জীবিতদের বেঁচে থাকায় উচ্ছাস নেই
মৃতদের লাশ হলেও আফসোস নেই ।


এপ্রিল ০২, ২০১৮
কক্সবাজার