একদিন আমারও মৃত্যু পরোয়ানা
জারি হবে, হারিয়ে যাব আমিও;
আমার প্রতি আর কোন অভিযোগ থাকবে না
তোমারও না, পৃথিবীর কারও না।

অভিযোগে অভিযোগে ক্লান্ত
জবাবদিহিতা ক্রমাগত, চলন্ত;
আমি আর পারি না, দিগভ্রান্ত
নিজের মনের উপর দখল নেই, অশান্ত।

জীবনের সাথে কানামাছি আর কত খেলা
আকাশের গর্জন শুনি, তুমি বল আমার হেলাফেলা;
ছটফটানো মন, ব্যাকুল সারাক্ষন
চলে যাবার আগে, শেষ ইচ্ছে তোমায় দেখবো একটুক্ষণ।

মৃত্যু মানুষকে কষ্ট দেয়, কিছুদিনের জন্য হলেও থমকে থাকে
তোমার কোন কষ্ট নেই, উপভোগের ফাঁকে;
তোমার আশা, পেশা কিংবা নেশায়, অস্তিত্বহীন আমি
কেবল একটি খেয়ালের সাক্ষী, আর কিছুই মানতে চাও না তুমি।

ওপার থেকেও আমি তোমাকেই দেখবো
অপেক্ষায় থাকবো ;
হয়তো মত বদলাবে ওপারে  কিংবা না
জেনো, আমার অপেক্ষা তারপরও শেষ হবে না।

মার্চ ০৯, ২০১৮
কক্সবাজার