মূল্যবোধের অবক্ষয়
-সরদার আরিফ উদ্দিন


মূল্যবোধ কি? হঠাৎ প্রশ্ন করে এক নির্বোধ
যে বোধের দ্বারা বস্তুর অবস্তুগত
মুল্য নির্ধারণ হয়, তাই মুল্যবোধ;
উত্তর পরে হবে, পরের প্রশ্ন ছিল শ্রেণীবোধ।


সংস্কৃতি আর সমাজ ভেদে মূল্যবোধ ভিন্ন
একই মূল্যবোধ লালন হয় না, প্রজন্মের পর প্রজন্ম;
অবিভাবক হতাশ, চারদিকে দেখে মূল্যবোধ শুন্য
যাকে আমরা ভাবি শুন্য, আসলে সেটা ভিন্ন।


আজকাল কেউ সালাম দেয় না, মূল্যবোধ গেল
সিগারেট লুকিয়ে খায় না, কি যে শিক্ষা পেল?
মুখে মুখে তর্ক, ইংরেজি শিক্ষাটাই মাথা খেল
এগুলোই মূল্যবোধ! ভাবনা এলোমেলো।


যুক্তির ভার, তর্কের ধার, স্মার্ট ছেলে
আমার কথাই মানতে হবে, যুক্তিতে হেরে গেলে;
নাসা তে চাকরি চাই, বিবাহ পরে, মেয়েটা একি বলে !!
এগুলো কি ভাল কাজ? মূল্যবোধ বলা চলে??


শুধু মূল্যবোধ অক্ষয়ের ভাবনা কেন
পরিবর্তনটা কিছুতেই মানতে চাই না যেন;
আমার ভাবনা, আমার চিন্তা, আমার মূল্যবোধ
আমি বলি, অবক্ষয় না, আসল হল জেনারেশন বিরোধ।


অন্য সংস্কৃতি, ভিন্ন সংস্কৃতি, বোঝে ক’জন
অবক্ষয় ভাবনায়, চিন্তিত বিজ্ঞজন;
সংস্কৃতি বোঝা গেলে, মূল্যবোধ চেনা যাবে
অবক্ষয় না বলে, পরিবর্তনটা মানতে সুবিধে হবে।


অক্টোবর ১৬, ২০১৭